ডেইলি গাজীপুর প্রতিবেদক : সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাব সিলেট জেলার নেতৃবৃন্দ। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
“বিওআরসি” সিলেট জেলার পক্ষে শোক জ্ঞাপনকারীরা হলেন, সভাপতি ডা. আক্তার হোসেন, সহ- সভাপতি রেজওয়ান আহমদ, আর কে দাশ চয়ন, সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর, সহ-সাধারন সম্পাদক সৈয়দ সুমন মিয়া, জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, অর্থ সম্পাদক এমরান আহমদ, ধর্ম সম্পাদক আব্দুল হাই আল হাদী।
উল্লেখ্য, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে মারা যান। মৃত্যুকালে তাহার বয়স ছিল ৬৬ বছর। তিনি স্ত্রী ও এক পালকপুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।