সাংস্কৃতিক অঙ্গনে আলী যাকেরের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: কমরেড সামাদ

0
124
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): বীর মুক্তিযোদ্ধা ও নাট্য ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।
আজ ২৮ নভেম্বর ২০২০ শনিবার এক শোকবার্তায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, “স্বাধীন বাংলাদেশে টিভি ও মঞ্চ নাটক জনপ্রিয় করা ও নাটকের মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বীরমুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব আলী যাকের অনবদ্য ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক জগতে শূন্যতা সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে তিনি নানাভাবে যুক্ত ছিলেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে ও দেশের সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
ডা: এম. এ. সামাদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পক্ষ থেকে আলী যাকেরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here