Daily Gazipur Online

সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ‘কমরেড হাসান উদ্দিন মোল্লার চিরবিদায়’

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, টঙ্গী থানা কমিটির সাবেক সভাপতি, ভুমিহীন ক্ষেতমুজুর সমিতি, টঙ্গীর থানার সবেক সভাপতি মো:হাসান উদ্দিন মোল্লা ৭ অক্টোবর সোমবার রাত ১১টায় না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার ছিলেন।
কমরেড হাসান রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে অনন্য ভূমিকা রেখেছেন। গণমুক্তির কর্মসূচিগুলোতে তাঁর ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দূর্যোগ-দূর্বিপাকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। টঙ্গীর সাংস্কৃতিক আন্দোলনে সাহস যুগিয়েছেন, সহযোগিতা করেছেন।
তিনি ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠী, টঙ্গী শাখার সাবেক সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর প্রবীণ সদস্য।
আজ মঙ্গলবার ০৮ আগষ্ট সকাল ১১টায় মোল্লাবাড়ি জামে মসজিদ, আউচপাড়া, টঙ্গীতে তাঁর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গী, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক এবং রাজনৈতিক সংগঠন ও নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।