সাজাপ্রাপ্ত আসামি কুখ্যাত ডাকাত আব্দুস সাত্তার গ্রেফতার

0
83
728×90 Banner

সানাউল্লাহ স্বপন, তানোর (রাজশাহী) প্রতিনিধি: প্রায় ২২ বছর ধরে ভারতের মুর্শিদাবাদ এ আত্নগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি কুখ্যাত ডাকাত আব্দুস সাত্তারকে তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া এর নেতৃত্বে গ্রেফতার করেছে,১নং কলমা ইউনিয়নের বিট অফিসার এস আই,মোঃ আক্তারুজ্জামান এর টিম।
৬মে (শুক্রবার) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুস সাত্তারকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুস সাত্তার ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন ছদ্মবেশে লুকিয়ে জীবনযাপন করতেন কুখ্যাত ডাকাত আব্দুস সাত্তার। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অবগত হন যে, ডাকাত আব্দুস সাত্তার চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামে অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, দীর্ঘ ২২ বছর ধরে ডাকাত আব্দুস সাত্তার মাথায় সাজা নিয়ে ভারতের মুর্শিদাবাদে পালিয়ে ছিলো। ঈদ উপলক্ষে ডাকাত আব্দুস সাত্তার চাপাইনবয়াবগঞ্জ জেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামে মেয়ের বাড়িতে ব্যাড়াতে এসেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here