Daily Gazipur Online

” সাদা হাতি”র আয়োজনে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার ও ইফতার বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ” সাদা হাতি” গাজীপুরের টঙ্গী ও উত্তরায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ২৯ মার্চ ঈদ উপহার ও ২৭ মার্চ ইফতার বিতরণ করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি শেকানুল ইসলাম শাহী, সাধারণ সম্পাদক রিফাত উজ্জামান, সহ অর্থ সম্পাদক তাহমিনা আলী, সদস্য সৈয়দ আয়মান আব্দী প্রমুখ। কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করেন সদস্য এস.এ জাকির, নুসরাত জাহান ইভা এবং উপদেষ্টা সৈয়দ আতিক।
‘মানবিক পৃথিবীর পথে’, স্লোগাকে ধারণ করে ফ্রান্সে সোনিয়া জামানের সভাপতিত্বে এবং ট্রেজারার উল্লাস আশিক আহমেদ ও সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনির উপস্থিতিতে ‘সাদা হাতি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এই উদ্যোগের উদ্দেশ্য পিছিয়ে পড়া মানুষদের, বিশেষত নারীদের উন্নয়নের পথে এগিয়ে নেওয়া, শিশুদের মুখে হাসি ফোটানো এবং একটি মানবিক পৃথিবী গড়ে তোলা।
‘সাদা হাতি’ মনে করে সমাজের চিন্তাশীল ও কল্যাণকামী মানুষ, যাঁরা শুধু নিজেরই নয় অন্যদের জীবনমান উন্নয়নেও অবদান রাখতে আগ্রহী, তাঁরা একসাথে কাজ করলেই পৃথিবীকে আরও সুন্দর, আরও মানবিক করে তোলা সম্ভব। ‘সাদা হাতি’র লক্ষ্য হচ্ছে – নারীর ক্ষমতায়ন, শিশুর উন্নয়ন, প্রতিবন্ধীদের স্বপ্ন পূরণ, জলবায়ু রক্ষা, পরিবেশ দূষণ রোধ, বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসন ও মানবিক মূল্যবোধের প্রসার।
‘সাদা হাতি’ সম্পর্কে উদ্যোগতারা বলেন –
পৃথিবীর সৌন্দর্য প্রাকৃতিক এবং মানুষের সুরুচি দ্বারা সৃষ্ট। মানবিক বোধ যত উন্নত হয়, মানুষের জীবনও তত সুন্দর হয়। শুধু নিজের সুখই নয়, অন্যের সুখের অনুসঙ্গ হওয়াও জীবনের দায়। এতে যে পরম প্রশান্তি মেলে তা জীবনকে অর্থপূর্ণ ও আনন্দময় করে তোলে। ‘সাদা হাতি’ একটি বেসরকারী ও অরাজনৈতিক সংগঠন। আমরা চাই বাংলাদেশসহ পৃথিবী জুড়ে ‘সাদা হাতি’র প্রসার ঘটুক। লক্ষ্য পূরণে ‘সাদা হাতি’ সহযোগিতা চায় মানবিক মানুষের, একই সাথে সামাজিক সংস্থা, গোষ্ঠী ও সরকারের।’সাদা হাতি’ জীবনের আনন্দ উপভোগ করতে চায়, মানবিক পৃথিবী গড়ে তোলায় অংশী হতে চায়।