Daily Gazipur Online

সাধারণ ছুটি প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি) : বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল সকল মাধ্যমে প্রকাশের জন্য এক বিবৃতি প্রদান করেন যে, লকডাউন বা সাধারণ ছুটি প্রত্যাহার করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা। বিবৃতিতে তিনি বলেন, প্রতিটি মানুষের জীবন ও জীবিকা দুটিই প্রয়োজন এবং দুটিই জরুরী। একটি অন্যটির পরিপুরক। এমএ জলিল প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন প্রণোদনা নয় ৬ মাসের জন্য ঋণের সুধ মওকুফ করুন। কৃষি উৎপাদন বাড়ানোর জন্য সহজ শর্তে স্বল্প সুদে কৃষি ঋণ ও শিক্ষা সনদ ঋণ প্রকল্প চালু করুন। শিক্ষা সনদ ঋণের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে। গরু, ছাগল, হাস, মুরগী, মাছ চাষ করলে সারা বাংলাদেশে উৎপাদন বেড়ে যাবে। প্রতিটি ঘরে ঘরে ফল, তরী তরকারি উৎপাদন বাড়বে। প্রতিটি মানুষ খাদ্যে সয়ং সম্পূর্ণ হবে। মাছে, ভাতে, মাংসে, দুধে, ও ফলের মাধ্যমে পুষ্টিকর খাদ্য খাবে মানুষ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে প্রতিটি মানুষের। এম এ জলিল প্রতিটি বাঙালির কাছে আহ্বান জানান স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস দুই অথবা তিন সিফটে চালু করুন। প্রতিটি শ্রমিক অথবা জনগণকে প্রথমে তাপ পরিক্ষা করতে হবে। এরপর করোনাভাইরাস পরিক্ষা করতে হবে। আমাদের করোনাভাইরাস থেকে মুক্তির একামাত্র পথ পরীক্ষা পরীক্ষাই একমাত্র পরীক্ষার মাধ্যমেই রোগ নির্নয় করা হবে। জাতির কাছে এই কাজটিই প্রধান এবং জীবন বাঁচাতে হবে জীবিকা এক সাথেই চালাতে হবে। তবেই দেশ হবে মধ্যম আয়ের দেশ। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ জাতি গড়ি সকল সমস্যা সমাধান করি।