সাধারণ বীমা করপোরেশনের পরীক্ষায় প্রথম হয়েও চাকরি না হওয়ার অভিযোগ!

0
268
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সাধারণ বীমা করপোরেশনে ১০ম গ্রেডে জুনিয়র অফিসার পদে প্রথম হয়েও অ্যাপয়েন্টমেন্ট লেটার না পাওয়ার অভিযোগ তুলেছেন মো. আশরাফুল ইসলাম নামে এক চাকরিপ্রার্থী।
বুধবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি অভিযোগ করে বলেন, চাকরির পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা শেষে ফাইনাল রেজাল্টে আমি সিলেক্ট হয়েছিলাম। গত ১৫ জানুয়ারি সাধারণ বীমা করপোরেশনে ১০ম গ্রেডে জুনিয়র অফিসার পদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়। এই পদে ৬৭ জন জনবল নিচ্ছে; তার মধ্যে আমি প্রথম হয়েছি। আগস্টের ১২ তারিখে এই পদের জয়েনিং ছিল। ২২ জুলাই অ্যাপয়েন্টমেন্ট লেটার ছেড়েছে। আমি এখনো হাতে পাইনি। অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়ার পর মেসেজ গিয়েছে সবার কাছে যে, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার ডাকযোগে পাঠানো হয়েছে। আমার সেই মেসেজটাও আসেনি।’
আশরাফুল ইসলাম লেখেন, ‘গত ২৯ জুলাই সাধারণ বীমা করপোরেশনের হেড অফিসে ফোনে যোগাযোগ করলাম। আগস্টের ৫ তারিখ লেটার পাওয়ার শেষ দিন; আগস্টের ৫ তারিখের পর যোগাযোগ করেন ছাড়া এইচআর থেকে সরাসরি কিছুই বলতেছিল না। কিন্তু আমি ফোন রাখিনি। আরও তথ্য জানতে চাচ্ছিলাম। সন্দেহজনক লাগছিল কথাবার্তা। তাই আরও নানাভাবে বারবার নানা প্রশ্ন জিজ্ঞেস করছিলাম। সরাসরি আমাকে কোনো তথ্য দিচ্ছিলেন না। বলছিলেন উনাদের নিষেধ আছে এই ব্যাপারে তথ্য দিতে। কিন্তু ফোনে ১০ মিনিটের কনভারসেশনে আমি মোটামুটি বুঝতে পারলাম যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হয়তো ইস্যু হয়নি। কোনো ঝামেলা আছে।’

https://www.facebook.com/ash.tushar? তিনি আরও লেখেন, ‘তারপর ফোন রেখে সেদিনই আমি মতিঝিলে সাধারণ বীমা করপোরেশনের হেড অফিসের এইচআরে গিয়ে যোগাযোগ করলাম। সেখানে গিয়ে আমার ধারণা পরিষ্কার হলো যে, আসলেই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইস্যু হয়নি। সেইটাও উনারা সরাসরি বলতেছে না। কিন্তু প্রায় এক ঘণ্টা এইচআর ডিপার্টমেন্টে সময় কাটানো এবং বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলার পর আমার আর বুঝতে বাকি থাকেনি কী ঘটেছে। যদিও এইচআর থেকে আমাকে কোনো কারণও বলতেছে না কেন হয়নি। কিন্তু আকারে ইঙ্গিতে বুঝাচ্ছে যে ভেরিফিকেশন রিপোর্ট হয়ত ভালো আসেনি। হয়ত আমার বা আমার ফ্যামিলির কারও আওয়ামী সংশ্লিষ্টতা আছে এমন কিছু আসছে। কিন্তু উনারা সরাসরি বলেনি কিছুই। বলছে যে উনাদের নিষেধ আছে কিছু বলা।’
নিজের রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রসঙ্গে তিনি লেখেন, ‘আওয়ামী রেজিমের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে জীবন পার করলাম। ক্যাম্পাসে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ছাত্রলীগের হাতে মার খেলাম হিসাব ছাড়া। ঢাবির অনাবাসিক ছাত্র ছিলাম। তাই শুধু হলে থাকার জন্য হলেও আমাকে কোনোদিন ছাত্রলীগের মিছিল, মিটিংয়ে যেতে হয়নি এবং আমি এগুলো করব না বলেই হলে থাকিনি। আমার বাবা দীর্ঘদিন ধরে (প্রায় ২৫ বছর) ছিলেন সৌদি আরব। তার মধ্যে ২০০৩-২০১৯ সাল আওয়ামী পিক পিরিয়ডেও ছিলেন সৌদি আরবে, আমার ফ্যামিলির অন্য কারও রাজনীতি নিয়ে কোনো মাথাব্যথাও নাই। আমি উল্টো আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপকর্মের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সবসময় সক্রিয় ছিলাম, সোচ্চার ছিলাম। ২০১৮ এর নিপীড়নবিরোধী আন্দোলনে, ২০১৯ সালের ডাকসু, ২০১৮ নিরাপদ সড়ক আন্দোলনে জিগাতলায় পুলিশ ও ছাত্রলীগের মার খেয়ে হাসপাতালে ছিলাম। ছাত্রলীগের হাতে মার খাওয়া আর হাসিনা পিরিয়ডে পুলিশের মার খাওয়া, বা টিয়ারশেল খাওয়ার হিসাব দিতে গেলে তা খুব দীর্ঘ উপন্যাস হয়ে যাবে। আর ২৪ এর হাসিনা পতনে রাস্তায়তো ছিলামই। অনলাইনে এই আন্দোলনের প্রথম থেকে ছিলাম। ১৩/১৪ জুলাই থেকে রাস্তায়। ১৭ জুলাই ঢাবি ক্যাম্পাসে মল চত্বরে পুলিশের পিটানি খাইলাম। পা কাটালাম। টিয়ারশেল খাইলাম। পুরো আগস্টের ৫ তারিখ পর্যন্ত রাস্তায় ছিলাম।’
আশরাফুল লেখেন, ‘সেই আমাকে আওয়ামী ট্যাগ দিতে পারে কীভাবে সেটা আমার মাথায় আসছে না। আর যদি সেটা না হয় তাহলে কেনো, কীসের ভিত্তিতে আমাকে চাকরিতে যোগদান করতে দেবে না সেটা আমি বুঝলাম না। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়বে না সেটা কীভাবে সম্ভব! কেউ কোনো দলের বা মতের অনুসারী হওয়া বা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকলেও মেধার ভিত্তিতে তার চাকরি হবে না কেন; যদি সে নিরপরাধ হয়ে থাকে, প্রমাণিত কোনো ক্রাইম না করে থাকে! সেটা আওয়ামী, বিএনপি, জামায়াত, বাম যাই হোক না কেন। পৃথিবীর আর কোনো দেশে এই অসভ্য, জঘন্য কালচার আছে সেটা আমার জানা নেই।‘
গত ১২ আগস্টের অন্যদের জয়েনিং হয়ে গেছে আক্ষেপ করে এই চাকরিপ্রার্থী লেখেন, ‘৫ আগস্টের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার কথা থাকলেও তা পাইনি আমি। ৫ তারিখ কেনো ৫০ তারিখে গেলেও তো নিশ্চিন্তে ঘরে বসে থেকে এই লেটার আমি পাব না; যদি ইস্যু না করে থাকে। তারপরেও আমি ৬ আগস্ট হেড অফিস গিয়েছিলাম, যাওয়ার পর এইচআর থেকে বললেন মন্ত্রণালয় থেকে আপনার ক্লিয়ারেন্স আসেনি। শুধু এইটুকু বলার জন্যই উনারা প্রতিদিন ৫ আগস্টের পরে আসতে বলতেন। আমি আগেই জানতাম যে, ৬ তারিখ গেলেও কোনো লাভ হবে না। কারণ লেটার ইস্যুই হয়নি। আমি জিজ্ঞেস করলাম, শুধু এইটুকু বলার জন্যে আপনারা ৬ তারিখ কেনো আসতে বলতেন, টাইম কিল করা ছাড়া আপনারা আর কিছুই করেননি; এই ৬ তারিখের কথা বলে বলে। তখন উনারা বলেন, আমাদের কিছু করার নাই, আমাদের কিছু বলার পারমিশন ছিল না।’
তিনি আরও বলেন, ‘আমার বর্তমান সিচুয়েশন অন্যরকম। সেখানে এই চাকরিটা ছেড়ে দেয়ার মতো সুযোগ আমার কোনোভাবেই নেই। আমার চাকরিতে প্রবেশের বয়স প্রায় শেষ। পড়াশোনা থেকে আমি অনেক দূরে ২ বছর ধরে; আমার বাবা-মা দুজনই অসুস্থ, চিকিৎসা করাতে হয়, সংসার চালাতে হয়, ছোট বোন আছে, পড়াশোনা করছে সেদিকে খেয়াল রাখতে হয়। বিয়ে করেছি কিছুদিন আগে, সব মিলিয়ে আমার আর অন্য কোনো উপায় নেই। এইসব ভোগান্তিতে পড়ে আমি ৪তম বিসিএসের রিটেন পরীক্ষায়ও বসতে পারিনি।’
‘গত ২৯ জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত এই চাকরিটি নিয়ে আমি অনেক দৌড়ঝাঁপ করছি, এর ওর কাছে যাচ্ছি, সাধারণ বীমার এমডি, জিএম, ডিজিএম সবাইকে প্রুফ দেখানোর চেষ্টা করেছি, অ্যাপ্লিকেশন জমা দিয়েছি কিন্তু ক্ষমতাধর কেউ এটাকে আমলে নিয়ে সমাধান করছে না। আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছি, আমার শরীর, মন, সময় কোনোকিছুতেই আর কুলিয়ে উঠতে পারছি না। বৈষম্যের কোন চূড়ান্ত পর্যায়ে গেলে এমন হতে পারে আমার জানা নেই। এই চরমতম ইনজাস্টিসকে ক্ষমতাধর কেউ আমলেই নিচ্ছে না এই নতুন বাংলাদেশে সেটা আমি হজম করতে পারছি না,’ লেখেন আশরাফুল ইসলাম।
তবে প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত এ বিষয়ে সাধারণ বীমা করপোরেশনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক ওয়াসিফুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে উপ-মহাব্যবস্থাপক আবুল ফজল মোহাম্মদ শাহ্ জালাল ফোন রিসিভ করলে পরবর্তীতে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here