Daily Gazipur Online

সাপাহারে অতিথি পাখি শিকারিকে ১০ হাজার টাকা অর্থদন্ড

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর সাপাহারে অতিথি পাখি শিকার করে বাড়িতে নিয়ে যাওয়া ১ পাখি শিকারিকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দেওয়া হয়েছে।
জবই বিল জীব বৈচিত্র্য কমিটির সভাপতি সোহানুর রহমান সবুজ বলেন,মঙ্গলবার বিকেলে ঐতিহাসিক জবই বিল এলাকায় মালিপুর গ্রামের কয়েকজন পাখি শিকারি ইয়ারগান(বন্দুক) দিয়ে পাতিসরি নামক বেশ কয়েকটি পাখি শিকার করে বাড়ি নিয়ে যায় এমন সংবাদ পেয়ে জবই বিল জীব বৈচিত্র্য সংরক্ষণ কমিটির সদস্যরা তাদের উদ্দ্যেশে ওই মালিপুর গ্রামে গেলে জলিল উদ্দীন নামের এক শিকারিকে পেয়ে যায় তার বাসায় দুটি পাতিসরি পাখি কেটে লোম উঠাচ্ছিল সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার পাখি শিকারিকে নির্বাহী অফিসারের কার্যালয়ে ডেকে পাঠালে সন্ধ্যায় অতিথি পাখি সহ সেখানে উপস্থিত হয় পাখি শিকারি আব্দুল জলিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী বলেন অতিথি পাখি শিকার করা দন্ডনীয় অপরাধ তাই পাখি শিকারিকে বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ধারায় ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দেওয়া হয়।
আটককৃত উপজেলার মালিপুর গ্রামের জালাল উদ্দীনের পুত্র জলিল উদ্দীন(২৬)।এসময় সেখানে উপস্থিত ছিলেন জীব বৈচিত্র্য কমিটির সহ-সভাপতি মামুন হোসেন,জবই বিল মৎস্য সমবায় সমিতির সভাপতি বকুল হোসেন প্রমুখ।