Daily Gazipur Online

সাপাহারে আম পাড়ার শুভ উদ্বোধন চলছে আম কেনা-বেঁচা

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে চলতি বছরের আম পাড়ার শুভ উদ্বোধন করা হয়েছে এবং দেশের বিভিন্ন জেলা থেকে আম ব্যাপারী (পাইকাররা) আড়তে এসে আম কিনতে শুরু করেছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলার ইসলামপুর মোড়ে এনামুল হকের আম বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন গোপালভোগ আম পেড়ে আম পাড়ার শুভ উদ্বোধন ঘোষণা করেন এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা কৃষি অফিসার মুজিবর রহমান, সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার আতাউর রহমান সেলিম সহ আম ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
এর আগে উপজেলা প্রশাসন চলতি মৌসুমের আম সংগ্রহের সময় নির্ধারণ করে দেন। তবে এবার করোনা মহামারি ও দেরিতে আম পরিপক্ব হওয়ায় নওগাঁ জোর বৃহৎ আমের বাজার লাগতে দেরি হয়েছে এখন প্রায় আড়ত খুলতে শুরু করেছে এবং আম ব্যাপারী(পাইকাররা)আসতে শুরু করেছে ও আমও কেনা বেঁচা চলছে। তবে অল্প কিছু দিনের মধ্যে ব্যাপক হারে আম কেনা বেঁচা শুরু হবে।