গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর সাপাহারে গ্রাম পর্যায়ের জনগণের ভোগান্তি কমাতে বিচারিক প্রক্রিযায় উপজেলার তিলনা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বসিয়ে ২ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
গ্রাম আদালত সমন্বয়কারী আব্দুল মতিন জানান,বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ(২য় পর্যায়)প্রকল্প বাস্তবায়ন ও সহযোগি সংস্থা ইমসডিওর সহযোগিতায়, সপ্তাহ ব্যাপী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে যে সকল মামলা হয় সে সকল মামলা প্রতি সপ্তাহে ১ বার করে, মাসে ৪বার ইউনিয়ন পরিষদে মামলা নিষ্পতি করার জন্য গ্রাম আদালত পরিচালনা করা হয় তারই অংশ হিসেবে বুধবার বেলা ১১ ঘটিকার সময় বিডি ৩১ মাধ্যমে ইভটিজিং ও নিজ গরু ফিরে পাওয়া এরকম ২টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসময় আদালত পরিচালনায় ছিলেন ইউপি চেয়াম্যান মোসলেম উদ্দীন। এতে করে গ্রামের মানুষের অনেকটা ভোগান্তি কমতে শুরু করেছে বলে চেয়ারম্যান বলেন।