
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “চল্ রে টেনে আলোয় অন্ধকারে,নগর-গ্রামে অরণ্য পর্বতে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে,নানা আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁর সাপাহার উপজেলায় বুধবার সকাল ১০ টায় ইএসডিও‘র ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ইএসডিও‘র আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা হয়।কেক কাটা শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি ভূমি কমিশনার সবুর আলী,অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ্,উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনে সাব্বির আহম্মেদ,জনসাস্থ্যর সন্তোষ কুমার, ইএসডিও‘র উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী আব্দুল মতিন প্রমূখ । এছাড়া র্যালীতে ইএসডিও‘র প্রতিনিধি,এলাকার গণমান্য ব্যক্তি,সুধীজন উপস্থিত ছিলেন।
