Daily Gazipur Online

সাপাহারে এসএসসি পরীক্ষায় ফলাফলে শীর্ষে আল হেলাল ইসলামী একাডেমী স্কুল

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বরাবরের ন্যায় এবারো এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান দখল করেছে সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী স্কুল অ্যান্ড কলেজ।
এবার আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ থেকে ১৯৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৯২ জন শিক্ষার্থী পাস করেছে।১০১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলায় ১ম স্থান অধিকার করেছে।
অপরদিকে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৪৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে শত ভাগ পাস সহ ৫৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ২য় স্থান অধিকার করেছে বিষয়টি নিশ্চিত করেছেন সাপাহার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম।
সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের সাথে কথা হলে তিনি বলেন, বরারবরের ন্যায় এবারও উপজেলায় শীর্ষে থাকায় শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদেও ধণ্যবাদ জ্ঞাপণ করছি এবং শিক্ষকদের অধান্তরিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমে এ ফলাফল পেয়েছি। আগামীতে পিএসসি, জেএসসি, এইচএসসিতেও ভালো করবো।