
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার ওড়নপুর গ্রামের মেইন রাস্তার পার্শ্বে করস্থানের উপর বসতবাড়ি নির্মাণের ঘটনায় এলাকাবাসীর পক্ষে নওগাঁ জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ করা হয়েছে।
জানাগেছে অভিযোগের প্রেক্ষিতে ১১ডিসেম্বর সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী’র হস্তক্ষেপে কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। ওই রাতেই অভিযোগকারী ও দখলকারীকে নিয়ে ইউএনও’র অফিসে বসে একটি মিমাংসা করে দেওয়া হয়। ইউএনও কল্যাণ চৌধুরী কঠোর হুশিয়ারী প্রদান করে বলেন, কবরস্থানে বসতবাড়ি নির্মাণ করতে পারবেন না। সেখানে গাছ লাগান। দখলকারী তা মেনে নেয়। কিন্তু ওই রাতেই দখলকারী ওড়নরপুর গ্রামের মৃত: বিশুর পুত্র অসাধু ভূমিলোভী তারেক প্রশাসনের নির্দেশ অমান্য করে আরো বেশি করে টিনের বেড়া দিয়ে কবরস্থানটিতে বসতবাড়ির কাজ অব্যাহত রাখে।
অভিযোগ সুত্রে জানা গেছে, ০.২৩ শতক জমিতে প্রায় ১০০ বৎসর পূর্বে থেকে গ্রামবাসী মৃত ব্যাক্তিকে ওই কবরস্থানে দাফন করে আসছে। হঠাৎ করে একই গ্রামে মৃত: বিশুর পুত্র অসাধু ভূমিলোভী তারেক কবরস্থানের জায়গাটি টিনের বেড়া দিয়ে ঘিরে বাসা বাড়ি নির্মানের কাজ শুরু করে দেয়। গ্রামবাসী তাকে বাধা প্রদান করলে তিনি বলেন, উক্ত জমি তিনি পত্তন নিয়েছেন। বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন সহ তারেকের পত্তন বাতিল করে বসতবাড়ির কাজ বন্ধ সহ কবরস্থানের মর্যাদা অক্ষুন্ন রাখার জন্য গ্রামবাসীর পক্ষে নওগাঁ জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সোহরাব হোসেন বলেন, ভূমি অফিসের লোকজনের সাথে তারেক খারাপ ব্যবহার করেছে। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। বাসাবাড়ির কাজটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে।






