Daily Gazipur Online

সাপাহারে কর্মহীন পরিবার গুলোতে ইফতার পৌছে দিচ্ছে তরুণ প্রজন্ম

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ বছর ঘুরে পবিত্র মাহে রমজান এসেছে বিশ্বব্যাপী আঘাত হানা মহামারি করোনা ভাইরাসের মধ্যে করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মানতে কর্মহীন হয়ে পড়েছে অনেক পরিবার এতে করে অনেক পরিবারের ইফতার সামগ্রী কিনার পয়সাটুকুও নেই এমন সময় আলাদিপুর-হরিপুর তরুণ প্রজম্ম ক্লাবের উদ্যোগে সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়ন ও পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের ৯১টি পরিবারের মাঝে ইফতার পৌছে দিয়েছে তরুণ প্রজন্ম ক্লাবটি।
জানাগেছে, বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে ঘরে বন্দী থাকা মানুষ গুলো কর্মহীন হয়ে পড়েছে, করোনা ভাইরাসের ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে না এমনকি সরকারি ঘোষনা ও নির্দেশনা মানতে কোন কাজও করতেছেনা এতে করে অসহায় হয়ে পড়েছে অনেক পরিবার। এসব কর্মহীন পরিবার গুলোর মাঝে পবিত্র মাহে রমজানের ১ম রোজাতে বিরিয়ানি ও খেজুর ইফতার সামগ্রী হাতে নিয়ে ইফতারের আগ মহুত্বে বাড়ি বাড়ি গিয়ে ইফতারি পৌছে দিয়েছে ওই তরুণ প্রজন্ম ক্লাব। অসহায় পরিবার গুলোর মাঝে এই ইফতার বিতরণ কর্মসূচী সপ্তাহে দুই দিন চালাবে বলে জানান, ক্লাবের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম। ইফতার বিতরণ কার্যক্রমটি এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছে,বিতরণের সময় ক্লাবের সকল সদস্যদের নিয়ে সভাপতি/সম্পাদক বাড়ি বাড়ি যান।