Daily Gazipur Online

সাপাহারে কলেজ ছাত্রলীগ নেতার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁঁ)প্রতিনিধিঃ “মুজিব বর্ষের আহব্বান, ৩টি করে গাছ লাগান”শ্লোগানকে সামনে রেখে সাপাহার কলেজ ছাত্রলীগ নেতার ব্যক্তিগত উদ্যোগে সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টার সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মুজিব শত বার্ষিকী উপলক্ষ্যে ৩ মাস বৃক্ষরোপণ কর্মসূচি পালনের ধারাবাহিতায় সেন্ট্রাল ছাত্রলীগের নির্দেশনায় সাপাহার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা অপু রাসেলের নিজ ব্যক্তি উদ্যোগে সাপাহার সরকারি কলেজ ক্যাম্পাসে ফলজ ও বনজ গাছ লাগানো হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রলীগের জহিরউদ্দীন বাবর, মেহেদী মুকুল, নবাব, আনোয়ার, কারিম, সারোয়ার, কবির, মোস্তাফিজুর প্রমুখ।
ছাত্রলীগ নেতা অপু রাসেল জানান, বৃক্ষরোপণ কর্মসূচী চলমান থাকবে পরবর্তীতে বিভিন্ন স্কুল কলেজ ও রাস্তার ধারে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করবো।