সাপাহারে কালবৈশাখী ঝড়ে আম চাষীর ব্যাপক ক্ষতি

0
180
728×90 Banner

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলার আম চাষীদের তার সাথে বিভিন্ন ফসলেরও ক্ষয়ক্ষতিহয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী ঝড়ের তান্ডবে বেশ কিছু গাছের ডালপালা ভেঙ্গে ও গাছের আম ঝরে পড়ে। উপজেলার ইসলামপুর গ্রামের আম বাগাণ মালিক আতাউর রহমান সহ বিভিন্ন এলাকার বাগান মালিকদের সাথে কথা হলে তারা জানান তাঁদের বাগানেও অসংখ্য আম ঝরে ব্যাপক ক্ষতি হয়েছে তবে আম্রপলি আমের গাছগুলো আকারে ছোট হওয়ায় গাছের তেমন কোনো ক্ষতি হয়নি। কোনো কোনো এলাকায় বড় বড় আমগাছের অনেক ডালপালা ভেঙে পড়ে। এতে করে আমের ব্যাপক ক্ষতি হয়।
উপজেলা কৃষি অফিসের সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার আতাউর রহমান সেলিম জানান, এই উপজেলায় প্রায় সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। প্রতি হেক্টরে ১৫ টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে উপজেলায় গড়ে ৫ শতাংশ আম ঝরে পড়েছে বলে এই কর্মকর্তা জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here