Daily Gazipur Online

সাপাহারে ডেকোরেটরের উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনা প্রচারনা

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে স্টার ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও সচেতনা মূলক মাইকিং প্রচারনা চালানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে স্টার ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেমের স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিকের উদ্যোগে প্রায় ৪ শতাধিক মাস্ক বিতরণ করা হয়। এবং করোনা সুরক্ষায় সবাইকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে জনসচেতনতামূলক মাইকিং প্রচারনা চালানো হয়।
এসময় সাপাহার রিপোর্টার্স ফোরামের সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সিনিয়র সাংবাদিক ছাদেক উদ্দীন, মনিরুল ইসলাম, সেলিম রেজা ও স্টার ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেমের স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিক উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন।