সাপাহারে নিশ্চিন্তপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড প্রায় ৩ লক্ষ টাকার সম্পদ ভস্ম

0
199
728×90 Banner

হাফিজুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে আবুল কাশেম আলীর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে। এ ভয়াবহ অগ্নিকান্ডে ওই পরিবারের প্রায় ৩লক্ষ টাকার সম্পদ পুড়ে সম্পুর্ন ভস্ম হয়ে পরিবারটি এখন নিঃস্ব হয়ে পড়েছে।
গ্রামবাসী জানান, সোমবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় আবুল কাশেমের পরিবারের লোকজন নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। ২৬ মার্চ রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়ির পুর্বদিকের প্রাচীরে খড়ের চালের ৩টি স্থানে আগুন জ্বলতে শুরু করে। বাড়ীর লোকজনের আত্মচিৎকারে তাৎক্ষনিক গ্রামবাসী ছুটে এসে বাড়ীর লোকজন সহ গরু ছাগল অক্ষত অবস্থায় উদ্ধার করে ও আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। এ সময় আগুনের লেলিহান শিখায় আবুল কাশেমের বাড়ীর ৫টি ঘর বারান্দা সহ ধান,চাউল. কাপড় চোপড়,বিছানাপত্র, ঘরে রাখা নগদ ৩০হাজার টাকা, কাঠের তৈরী আসবাবপত্র সহ প্রায় ৩লক্ষ টাকার সম্পদ পুড়ে ভস্ম হয়। সংবাদ পেয়ে রাত ২টার দিকে পতœীতলা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। অসহায় দিন মজুর আবুল কাশেম জানান পরনের কাপড় চোপড় ছাড়া তাদের আর কিছুই নাই। পুর্ব শক্রুতার জের ধরে রাতের বেলা তার বাড়ীতে আগুন দিয়ে তাকে স্ব-পরিবারে পুড়িয়ে হত্যার পরিকল্পনা করেছিল। দুবৃত্তরা এ সময় আবুল কাশেমের বাড়ীর আশে পাশের বাসিন্দা হাফিজুল,মন্তাজ ও নুর ইসলামের বাড়ীর দরজায় শিকলী আটকিয়ে দিয়ে এ ঘটনা ঘটায় । ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৩লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হওয়ার ফলে পরিবারটি বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here