
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পানি উন্নয়ন বোর্ডের নোটিশের পরও উপজেলার জালসুখা সীমান্তের পূর্ণভবা নদীতে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের বøুক সরিয়ে, মাছ ধরার জন্য বিভিন্ন গাছের কাঠ ও বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ করছে জালসুখা ও করমুডাঙ্গা গ্রামের কতিপয় একটি মহল। এ ঘটনায় স্থানীয়রা বাঁধা প্রয়োগ করলে কিছুদিন পূর্বে বাঁধ নির্মাণ কাজ বন্ধ করে অভিযুক্তরা।
পানি উন্নয়ন বোর্ডের নোটিশ থেকে জানা যায়, উপজেলার জালসুখা সীমান্তের ২৪২-৪ আর মেইন পিলারের পাসে দুই মাস আগে পূর্ণভবা নদীতে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের বøুক সরিয়ে জিও-ফিল্টার নষ্ট করে সুতি জাল দিয়ে মাছ ধরার জন্য জালসুখা গ্রামের জেলে সাদেকুল, মাহাবুর, মকবুল হোসেন, আব্দুন নূর, করমুডাঙ্গার জামাল সহ ১০-১৫ জন মেলোরিয়া গাছ, কাঠ, বাঁশ দিয়ে প্রায় ১শত মিটার এলাকাজুড়ে বাঁধ নির্মাণের কাজ শুরু করে।
এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে জালসুখা গ্রমের জহুরুল ইসলাম বাদী হয়ে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডে লিখিত অভিযোগ করলে সরেজমিনে তদন্ত করে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বাঁধ নির্মাণ বন্ধ সহ পূনরায় নিজ দায়িত্বে ¯েøাপের খননকৃত জায়গা ভরাট সহ মাটি কাটা থেকে বিরত থাকতে অভিযুক্তদের গত ১১ জুলাই ২০১৯ খ্রি: নোটিশ প্রদান করে। পানি উন্নয়ন বোর্ডের নোটিশের কোন তোয়াক্কা না করে অভিযুক্তরা তাদের বাঁধ নির্মাণ কাজ চলমান রেখেছে।
জালসুকা গ্রামের আলতাস আলী,আব্দুল আলীম,রফিকুর ইসলাম,সিরাজুল ইসলাম,সাইদুরর রহমানের সাথে কথা হলে জানা যায়, ওই নদীর বাঁধ নির্মাণ হলে পানি ২ থেকে ৩ হাত উচু-নিচু হয়ে পড়বে এবং সাইটের বøুকগুলি ধ্বসে যাবে এবং নদীর তলাতে ৩ থেকে ৪ হাজার বস্তা বালি ফেলা হচ্ছে তাতে নদীর গভিরতা কমে যাবে। এতে স্থানীয় কৃষকরা ব্যপক ক্ষতিগ্রস্থ্য ও নদী ভাঙ্গন সৃষ্টি হবে। বাঁধ নির্মাণ বন্ধের জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
