
গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকার সময় প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় চত্বরে সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম প্রমূখ। এসময় সেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
