সাপাহারে বজ্রপাতে নিহত-২

0
168
728×90 Banner

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে রবিবার সকাল সাড়ে ৮ টার সময় বজ্রপাতে জাহিদুল ইসলাম ও চুটু(৫০) নামের ২জন শ্রমিক ধান কাঁটার সময় নিহত হয়েছেন। জাহিদুল ইসলাম(৩৫) উপজেলার উল্টর কলমুডাংগা গ্রামের মৃত ইয়াছিনের ছেলে এবং চুটু চাপাইনবাবগঞ্জ জেলার শীবগঞ্জ উপজেলার ডুলডুলি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে,চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা থেকে সাপাহার উপজেলায় ধান কাটার জন্য একদল শ্রমিক উপজেলার কলমুডাংগা গ্রামে আসে প্রতিদিনের ন্যায় ধান কাটার জন্য মাঠে গিয়ে ধান কাটা শুরু করলে,হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয় বজ্রপাতে ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃতু হয়।এবং উত্তর কলমুডাংগা গ্রামের জাহিদুল ইসলামও একই সময় বজ্রপাতে নিহত হয়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here