Daily Gazipur Online

সাপাহারে মীনা দিবস উদযাপন

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ“মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে” এই
স্লোগাণকে সামনে রেখে নওগাঁর সাপাহারে মীনা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা,চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, শিক্ষা অফিসার শহীদুল আলম, সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার,সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম,জয়পুর রাজ্যধর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম প্রমুখ।
র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষা অফিসের কর্মকর্তাগণ, সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।