Daily Gazipur Online

সাপাহারে শুদ্ধসুরে জাতীয় সংগীতে বিভাগীয় প্রথম ও ২৬ জনের বৃত্তি লাভ

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশনা প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শাখায় প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছে।
জানাগেছে,সুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশনা প্রতিযোগিতা ২০২০সালের প্রাথমিক শাখায় প্রথমে ইউনিয়ন,উপজেলা, জেলা তার পর বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১ম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছে নওগাঁ জেলার সাপাহার উপজেলার সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা এবং এই বিদ্যালয় থেকে এবার ২০১৯ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলার ৩০ জন ট্যালেন্টপুল বৃত্তি কোটার মধ্যে ২২ জন ট্যালেন্টপুল এবং সাপাহার ইউনিয়নের ৬জন সাধারণ কোটার মধ্যে ৪ জন সহ ২৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে ধারাবাহিক ভাবে প্রতিবছর উপজেলায় ফলাফলে শীর্ষে রয়েছেন।
এবিষয়ে সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান, এবার আমাদের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথমে ইউনিয়ন,উপজেলা এবং জেলায় প্রথম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছে এবং ২০১৯ সালের প্রাথমিক বৃত্তিতে ২৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে প্রতিবছরের ন্যায় সাফল্য ধরে রাখায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই তারা বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে এবং শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে যেন আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিকতা বজায় রাখতে পারে সে জন্য উপজেলা জেলা এবং বিভাগের সর্ব সাধারনের কাছে দোয়া চাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সাথে কথা হলে তিনি জানান, সাপাহার উপজেলার ক্ষুদে শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে ১ম হওয়ায় আমরা খুবই আনন্দিত যে তারা সাপাহার উপজেলার মুখ উজ্জ্বল করেছে সে জন্য তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন এবং জাতীয় পর্যায়ে ভালো করতে যা সহযোগিতা প্রয়োজন বা লাগবে তা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই সহযোগিতা করে উপজেলার মুখ উজ্জ্বল করাতে চাই।