সাপাহারে স্বাস্থ্যসেবা সপ্তাহের শুভ উদ্বোধন

0
180
728×90 Banner

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য প্রথম বারের মতো সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহারেও স্বাস্থ্যসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
দিবসটি পালনে সোমার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ভবনের সামনে থেকে এশটি র‌্যালি বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিন করে হাসপাতাল মুল ফটোকে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে এ সপ্তাহের উদ্বোধন করা হয়। স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুহম্মাদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধারণ জনতার উদ্দেশ্যে স্বাস্থ্য সেবার মান্নোয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ , অন্যান্যদের মধ্যে মেডিক্যাল অফিসার ডা: মোরশেদ মঞ্জুর কবির, ডা: সোহেল রানা, ডা: আরিফুজ্জামান প্রমুখ বক্তব্য প্রদান করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here