Daily Gazipur Online

সাপাহারে ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিশুবান্ধব খাদ্য সহায়তা প্রদান

হাফিজুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: করোনা ভাইরাস-এর প্রাদূর্ভাব জনিত কারণে নওগাঁর সাপাহারে ৪৫০ জন শিক্ষার্থীদের মাঝে থেকে আইহাই উচ্চ বিদ্যালয়ে ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিশুবান্ধব খাদ্য সহায় প্রদান করা হয়েছে ।
সোমবার বেলা ১২ টা দিকে উপজেলার আইহাই উচ্চ বিদ্যালয় চত্ত্বরে শিশুবান্ধব খাদ্য সহায়তা প্রদান করার সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুস ছালেক,আইহাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদেক উদ্দিন, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মোক্তার হোসেন কমিটির সদস্য এবং শিক্ষক ও কর্মচারীবৃন্দ।