সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

0
183
728×90 Banner

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার দায়িত্বভার গ্রহন করেন।
বুধবার বেলা ১১ ঘটিকার সময় নব নির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব বুঝিয়ে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন এসময় অন্যান্যদের মধ্যে সাপাহার উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, উপজেলা প্রাণীসম্পাদ অফিসার ডা.সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ প্রমুখ বক্তব্য প্রদান করেন। উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন বলেন,সর্বপ্রথমে সাপাহার উপজেলা পরিষদকে ঢেলে সাজাব এবং একটি মাদক মুক্ত, জঙ্গীমুক্ত ও বাল্যবিবাহ মুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় উপজেলার সর্বস্তরের জনগন তার সাথে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here