
হাফিজুুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার তিলনা বালিকা উচ্চ বিদ্যালয়ে নারীদের সততা চর্চা,দূর্নীতির বিরুদ্ধে গণসচেতনতার লক্ষ্যে সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় সাপাহার তিলনা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে রাজশাহী বিভাগীয় দুনীতি-দমণ কমিশনের উদ্দ্যেগে সাপাহার উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নূরুল হক মাষ্টার এর সভাপতিত্বে সততা ষ্টোর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সততা ষ্টোরের শুভ উদ্বর্ধন ও বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় দুনীতি-দমণ কমিশন কার্যালয়ের পরিচালক মোরশেদ আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় দুনীতি-দমণ কমিশনের সমন্¦িত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জেলা সম্¥নয়ক রাজশাহী,বেনজির আহম্মেদ,সাপাহার উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি)সোহরাব হোসেন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সাপাহার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজ এর সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল জলিল,তিলনা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় দুনীতি-দমণ কমিশনের রাজশাহী জেলা সহকারী-পরিচালক বায়েজিদুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধীর চৌধুরী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার,সাপাহার রিপোর্টার্স ফোরামের সভাপতি সাংবাদিক হাফিজুল হকু প্রমুখ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা,ছাত্রী,অভিভাবক,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
