Daily Gazipur Online

সাপাহার তিলনা বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সাপাহার উপজেলার তিলনা বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোর এর উদ্বোধন উপলক্ষে স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল হক মাস্টার এর সভাপতিত্বে সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে সততা শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন দুর্নীতি দমক কমিশনের পরিচালক ও বিাভাগীয় কমিশনার মোরশেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপ-পরিচালক ও বিভাগীয় কমিশনার বেনজির আহম্মদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোহরাব হোসেন, এলাকার বিশিষ্ট সমাজ সেবী আবুল ফজল গোলাম মাওলা, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল প্রমুখ বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের একটি রুমে শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীর জন্য দোকানদার বিহীন একটি সততা ষ্টোর এর উদ্বোধন করেন। এসময় উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, অভিভাবক, ও সুধীজন উপস্থিত ছিলেন।