Daily Gazipur Online

সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগীতায় জেলা পর্যায়ে শ্রেষ্ট

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার সাপাহার ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতায় মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগীদের মধ্যে উপজেলা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগীতা শেষে নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সেখানে উপ-সচিব ডিডিএলজি গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ সহ জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিজয়ী সাপাহার ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় এরপর বিভাগীয় পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতায় অংশ নেবে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম জানান।