Daily Gazipur Online

সাপাহার সীমান্তে ভারতে অনুপ্রবেশ কালে যুবক আটক

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে অবৈধ ভাবে প্রবেশ কালে শহিদুল্লাহ (৩৮) নামে এক যুবককে বিজিবি আটক করে পুলিশে সোপর্দ করেছে।
থানায় দায়েরকৃত বিজিবি’র এজাহার সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবি ব্যাটালিয়নের সুন্দরইল ক্যাম্পের বিজিবি’র একটি টহল দল সীমান্তের মেইন পিলার ২৪৮ এর ৪এস সোনাডাঙ্গা মাঠ এলাকা দিয়ে ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশের চেষ্টায় শহিদুল্লাহকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ভারতীয় এয়ারটেল সীমকার্ড সহ একটি মোবাইল ফোন উদ্ধার করে। এ ঘটনায় ওই দিন রাতে সুন্দরইল বিওপি’র কমান্ডার হাবিলদার মহসীন আলী বাদী হয়ে বাংলাদেশ পাসপোর্ট আদেশ আইন ১৯৭৩ সালের ১১(ক) ধারা মোতাবেক বিনা পাসপোর্টে বর্হিগমন চেষ্টার অপরাধে থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার সকালে আটককৃত শহিদুল্লাহকে জেলা আদালতে প্রেরন করা হয়। আটক শহিদুল্লাহ উপজেলার সোনাডাঙ্গা গোপালপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে বলে জানা গেছে।