সাপের মিলন দৃশ্য‌ে মুগ্ধ ঠাকুরগাঁওয়ের মানুষ

0
398
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের বনডাঙ্গা নামক স্থানে।
আজ শনিবার দুপুরে ধান ক্ষেতে ৫ থেকে ৬ ফুট লম্বা দুটি গোখড়া সাপ একেঅপরকে জড়িয়ে অনেক উচুতে লাফালাফি, জড়াজড়ি ও মুখে মুখদিয়ে কামর দিতে থাকে বেশ সময় ধরে।
দুটি সাপের প্রেমের মিলন‌েই স্থানীয়দের কাছে ‘শঙ্কলাগা’ নামে পরিচিত। এটা বেশ বিরল দৃশ্য। কিন্তু সাপের এ ভালোবাসার দৃশ্য সচারাচর চোখে পরেনা। কালেভ‌েদে দেখা মিললেও সে দৃশ্য দেখতে হুমরি খেয়ে পরে এলাকাবাসী ও পথচারি। তেমনি এক ‘বিরল’ দৃশ্যের সাক্ষি হলো স্থানীয় জনগন।
এ খবর ছড়িয়ে পরলে চারপাশ থেকে উৎসুখ জনতা ভীড় জমান রাস্তার ধারে। দীর্ঘ সময় তারা সাপের ভালোবাসার দৃশ্য উপভোগ করেন। হিন্দুরা ঐস্বর্গিক দেবতা ভেবে প্রনাম করে ভক্তি দিতে থাকেন। এ নিয়ে ঐ এলাকায় বেশ চাঞ্চল্যের শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ দুটি সাপকে এ ভঙ্গিমায় দেখে চমকে যান তারা। সহজে এমন দৃশ্য‌ের দেখা পাওয়া যায় না। দুটি সাপের মিলন।
অপূর্ব এ প্রেমের দৃশ্যের ক্যামেরাবন্দি করতে একটুও দেরি করেননি সাংবাদিকরা।
স্থানীয়রা বলেন, প্রতি বছরে এ ধরনের দৃশ্যের একবার দেখা যায়। দেখা গেলে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here