Daily Gazipur Online

সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হকের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

ডেইলি গাজীপুর প্রতিবেদক : স্বাধীনতাকালীন গাজীপুরের প্রথম সংসদ সদস্য, গাজীপুর জেলা মুক্তিযুদ্ধা ইউনিট কমান্ডার, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক কাজী মোজাম্মেল হক এমপির বাবা মরহুম কাজী জুলফুকার আলীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার টঙ্গী বাজার দারুল সুন্নাহ্ কেরামতিয়া মাদ্রাসা মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ গিয়াস উদ্দিন সরকার, টঙ্গী থানা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা আলহাজ¦ আকরাম হোসেন সরকার, মঞ্জুর হোসেন, টঙ্গী বাজার চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো: মজিবুর রহমান, টঙ্গী বাজার দারুস সুন্নাহ কেরামতিয়া মাদ্রাসার মোহতামীম মাওলানা মো: আলী খান, টঙ্গী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুবলীগ নেতা হাজী মো: শাহ আলম, মাওলানা কেরামত আলী, মুফতী ইয়াকুব, মাওলা আকরাম হোসেন, মাওলানা আবু ইউসুফ মাহমুদ, মোস্তফা কামাল সরকার, নাজমুল বারী চৌধুরী, কাজী সোহেল, ভোরের পাখি একাদশের নবীন হোসেন, আলতাফ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, মরহুম কাজী জুলফুকার আলী মৃত্যুর সময় ৮ মেয়ে, ১ ছেলে রেখে গেছেন। তার একমাত্র ছেলে কাজী মোজাম্মেল হক। তিনি বঙ্গবন্ধুর একান্ত সহচর ছিলেন। এছাড়াও গাজীপুরের প্রথম সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, ১৯৬৫ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ভাওয়াল ঘর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এছাড়াও ১৯৬৮ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ভাওয়াল ঘর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে গাজীপুর জেলা মুক্তিযুদ্ধা ইউনিট কমান্ডার ও টঙ্গী বাজার দারুস সুন্নাহ কেরামতিয়া মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করছেন।