বিশেষ প্রতিনিধি : বাংলাদেশে নারী নির্যাতনের প্রচুর মিথ্যে মামলা হয় বলে অভিযোগ রয়েছে। নারীর পক্ষে যৌতুক ও নারী-শিশু নির্যাতন মামলাকে বিশেষ গুরুত্ব দেয়াতে পান থেকে চুন খসলেই কেউ কেউ স্বামী ও তার পরিবারের অন্যদের বিরুদ্ধে কাড়ি কাড়ি মিথ্যে অভিযোগ এনে মামলা ঠুকে দিচ্ছেন। পরে সেইসব মিথ্যে অভিযোগ একটা পর্যায়ে প্রমানিত না হলে জামিন নিয়ে কিংবা মামলা থেকে খালাস পেলেও অনেকেই সেই ভয়াবহ দুঃসময়ের কথা ভুলতে পারেন না। যা তাদের ব্যক্তি জীবনে বিরূপ প্রভাব ফেলে।
তবে বিশেষ করে যৌতুক নিয়ে মিথ্যে মামলা করলে ৫ বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা হবে মর্মে ২০১৮ সালে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। এরপরও থেমে নেই নারী নির্যাতনের নামে মিথ্যে মামলা।
সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল সহ কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি খবরে চোখ আটকে যায় আমাদের। ভুক্তভোগি ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় ‘রাজধানীর গুলশান থানায় যৌতুকের দাবিতে মারধর, পরকীয়া এবং প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের অভিযোগে ইমরোজ হোসেন জিহাদ নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করা’ নিয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তার ভেতরের আসল ঘটনা। মূলত ব্যবসায়ী ইমরোজ হোসেন জিহাদের সাথে ঘটে চলা ঘটনাকে উল্টো করে দেখানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি তার পরিবারের।
জিহাদের ভগ্নিপতি ব্যবসায়ী মীর মাহির আসেফ জানান, ২০১৩ সালের ২৮ জুন শান্তিনগর পীর সাহেবের গলির বাসিন্দা আমার শশুর মোহাম্মদ মোজাম্মেল হোসেনের ছেলে জিহাদের সঙ্গে ২৫ লক্ষ্য টাকা দেনমোহর (উসুল) এর বিনিময়ে মাহবুবা ইসলাম অনামিকার পারিবারিক ভাবে বিয়ে হয়। শুরুতে কিছুদিন ভাল চললেও একটা সময় তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না।
এছাড়া অনামিকা দাবি করেছেন- বিয়ের সময়ের কাবিনের ২৫ লক্ষ্য টাকা, মানহানী মামলায় ১০ কোটি টাকা ক্ষতিপূরন ও ১০০ ভরি স্বর্ণালঙ্কার। মূলত তার ১০০ ভরি স্বর্ণালঙ্কার ছিলই না এবং কাবিনের ২৫ লক্ষ্য টাকা বিয়ের দিনই উসুল করা হয়েছে। যা বিয়ের ভিডিওতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বলে পিবিআই তদন্ত রিপোর্টে পাওয়া গেছে। এরপরও সে একের পর এক মিথ্যে মামলা দিয়ে আমাদের পরিবারকে হয়রানি করে চলেছে।
তিনি বলেন, সর্বশেষ গত ১৮ মার্চ বাদী হয়ে তার তিনি গুলশান থানায় জিহাদ ভাইয়ের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন। যে মামলায় পুলিশ তাকে গ্রেফতার করলেও পরবর্তীতে তিনি এখন জামিনে রয়েছেন। সে মামলায় জিহাদ ভাই ছাড়াও তার মা, বাবা ও মামাতো ভাইকে আস্বামী করা হয়েছে। সব মিলিয়ে তার এই উচ্ছৃঙ্খল জীবন যাপনে অতীষ্ট হয়ে জিহাদ ভাই ও আমাদের পরিবার অনেকবার মিউচ্যুয়ালি বসে বিষয়টির সুরাহা করতে চেয়েছিল। কিন্তু তারা সেটিতেও রাজি ছিলনা। আর এদিকে একের পর এক মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে আমাদের মান সম্মান যেমন নষ্ট করছেন অনামিকা, তেমনি বিভিন্ন সন্ত্রাসীদের দিয়ে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে প্রচন্ড মানসিক টর্চার করে চলেছেন আমাদেরকে।
এদিকে ইমরোজ হোসেন জিহাদের সাথে যোগাযোগ করা হলে টেলিফোনে অনেকটা কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি আসলে অনামিকার সাথে সংসার করা জন্য সব ধরনের চেষ্টা করে ব্যর্থ হয়ে তবেই তাকে আইনগতভাবে তালাক প্রদান করে নতুন করে বাঁচার আশায় দ্বিতীয় বিয়ে করেছিলাম। শুধু তাই নয়, যেহেতু কাবিনের সকল অর্থ বিয়ের দিনই পরিশোধ করেছি, তাই কোনো ধরনের লেনদেন না থাকায় সুস্থ স্বাভাবিক জীবন-যাপনের উদ্দেশ্যে আইনগতভাবে তার থেকে বিচ্ছিন্ন হই।
অনেকটাই মানসিক ভাবে বিপর্যস্ত জিহাদ বলেন, আমরা মিডিয়াকে শ্রদ্ধা করি, তাই চাইব আপনারা দয়া করে কোনো সংবাদ প্রকাশ করার আগে আমাপদের সাথে কথা বলুন, আমাদের কাছে অনামিকার বিরুদ্ধে যেসব প্রমান রয়েছে তা নিয়ে গিয়ে আপনারা সংবাদ প্রচার করুন। পাশাপাশি পুলিশ, আইনজীবী ও সাংবাদিক সহ আপনাদের সবার কাছে একটাই দাবি- প্লিজ আপনারা মিথ্যে মামলা, মিথ্যে সংবাদ প্রচার না করে আমাদের এবং আমাদের অনাগত সন্তানকে বাঁচতে দিন।