সাভারে সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে শালা দুলাভাইয়ের মৃত্যু

0
136
728×90 Banner

মোঃরফিকুলইসলাম মিঠু: সাভারের ভাকুর্তা এলাকার চাইরা গ্রামে সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে শালা-দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, স্থানীয় মৃত বাবুল চৌধুরীর ছেলে মো. সোহেল চৌধুরী (৪০) ও তার দুলাভাই সোহেল রানা (৪২)। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন বাড়ির সেপটিক ট্যাংকি দীর্ঘদিন মুখ বন্ধ অবস্থায় পড়ে থাকায় ময়লা পরিষ্কার করার জন্য প্রথমে দুলাভাই সোহেল রানা ট্যাংকির মুখ খোলে ভেতরে নেমে আর উঠে আসেনি। পরবর্তীতে শালা সোহেল চৌধুরী তাকে উদ্ধারের জন্য ট্যাংকির ভেতর নামলে তারও কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের পক্ষ থেকে সাভারের ট্যানারির ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে শালা-দুলাভাইকে ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত্যু ঘোষণা করেন। সাভার মডেল থানা ও ভার্কুতা ফাঁড়ি ইনচার্জ (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here