Daily Gazipur Online

সামান্য বৃষ্টিতেই শিল্পনগরী টঙ্গীর রাস্তাঘাট তলিয়ে যায়

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ রোববার কয়েক ঘন্টার বৃষ্টিতেই শিল্পনগরী টঙ্গীর অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ফলে সারাদিন কর্মব্যাস্ত মানুষদের সীমাহীন ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে শিল্প কল কারখানাসহ অফিস আদালতে কর্মরত মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা হাটুপানি মাড়িয়ে চলাচল করতে হয়।
আজ ভোর রাতের বৃষ্টিতে টঙ্গীর সুরতরঙ্গ রোড, কলেজ রোড, সফিউদ্দিন রোড, মোক্তার বাড়ি রোড, মোল্লাবাড়ি রোড, হোসেন মার্কেট লেদুমোল্লা রোড, বারেকের গলি, ওসমান গনি রোড, দত্তপাড়ার হিমার দিঘি রোড, এরশাদ নগর বড় বাজার, স্টেশন রোড টঙ্গী সরকারি হাসপাতাল ও পূর্ব থানার সম্মুখ সড়ক, বিসিক শিল্প এলাকা, আরিচপুর , জামাই বাজার, বউ বাজার, গাজীবাড়ি, মাছিমপুর ও টঙ্গী বাজার এলাকার সড়কগুলো এবং এসকল সড়কের সাথে সংযুক্ত শাখা সড়কগুলোর কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় কাউন্সিলর ও ভুক্তবোগীরা বলছেন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা, ড্রেনে ময়লা আবর্জনা ফেলা ও অপরিকল্পিতভাবে স্থাপনা গড়ে তোলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, গত ১০ বছরে টঙ্গী শিল্প এলাকায় যে হারে জনবসতি বৃদ্ধি পেয়েছে সে তুলনায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হয়নি। ফলে সামান্য বৃষ্টি হলেই এলাকার রাস্তাঘাট ও অপেক্ষাকৃত নিচু বাড়িঘর পানিতে তলিয়ে যাচ্ছে। যে ড্রেনগুলো আছে তাও অপ্রশস্ত ও অগভীর হওয়ায় এবং ময়লা আবর্জনায় ভরে থাকায় দিনের পর দিন বৃষ্টির পানি সড়কে জমে থাকছে।
বৃষ্টির পানির সঙ্গে কলকারখানার বর্জ্যমিশিত পানি, পয়োনালা ও নর্দমার পানি মিশে একাকার হয়ে পরিস্থিতি বর্ণনাতীত খারাপ হয়ে যায়। দুর্গন্ধযুক্ত এসব ময়লা পানি মাড়িয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে হয়। ভুক্তভোগীরা বলছেন, বিআরটি প্রকল্পের আওতায় ঢাকা-ময়মনসিংহ সড়কের সাথে সংযুক্ত টঙ্গীর কিছু সড়কের আংশিক উন্নয়ন করা হলেও তার আশপাশের সংযোগ সড়কগুলো বর্তমানে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। বিগত ১০-১৫ বছরের মধ্যে এসকল সড়ক ও ড্রেনের কোন সংস্কার কাজ করা হয়নি।
টঙ্গী বাজারের ব্যাবসায়ী হাজী বেলায়েত মিয়া বলেন, ‘পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর শিল্পাঞ্চল খ্যাত টঙ্গীর উন্নয়ন যেন থেমে গেছে। সিটি কর্পোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এম, এ, মান্নান বিএনপি’র হওয়ায় সরকারি বরাদ্ধ তেমন আনতে পারেননি। যাও এনেছেন সেটাতেও তিনি গাজীপুর সদর এবং তাঁর নিজ এলাকার উন্নয়নেই মনোযোগী ছিলেন। এবার জাহাঙ্গীর আলম মেয়র নির্বাচিত হওয়ার পর আমরা ভালো কিছু আশা করেছিলাম। কিন্তু শুনেছি জাহাঙ্গীর আলমও অধ্যাপক মান্নানের নীতিতে বিশ্বাসী। টঙ্গীর প্রতি তাঁরও নাকি বিমাতাসুলভ মনোভাব। এই যদি হয় বাস্তবতা তাহলে বলতে হয় টঙ্গীবাসী কোপালপোড়া।’
টঙ্গীর আউচপাড়ার বাসিন্দা বুলবুল হাসান বলেন, ৫৪ নং ওয়ার্ডের রাস্তাঘাটের যে অবস্থা তার চেয়ে আমার গ্রামের রাস্তাঘাট অনেক ভালো। বিআরটি প্রকল্পের সুবাধে প্রধান সংযোগ সড়কের কিছু অংশের উন্নয়ন করা হলেও ভেতরের রাস্তাগুলো যেভাবে নালানর্দমায় পরিণত হয়েছে তাতে মনে হয়না আমরা রাজধানীর অতি নিকটবর্তী একটি সিটি কর্পোরেশনের বাসিন্দা। তিনি বলেন, মহাসড়ক দিয়ে এখন রিকসা চলাচল করতে দেওয়া হয়না। ফলে মহল্লার ভেতর দিয়েই এই এলাকার বাসিন্দাদের অফিস আদালত ও স্কুল কলেজে রিকসায় যাতায়াত করতে হয়। কিন্তু মহল্লার রাস্তাগুলো ও ড্রেনেজ ব্যবস্থার যে বেহাল অবস্থা তাতে মহল্লার সড়কে রিকসায় যাতায়াতে শরীরের হাড়মাংস যেন এক হয়ে যায়। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, টঙ্গী থেকে সর্বাধিক ট্যাক্স আদায় হয় অথচ সিটি কর্পোরেশন হওয়ার পর টঙ্গী সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে।’
মাছিমপুর এলাকার জুট ব্যবসায়ী হায়দর আলী বলেন, ‘টানা বৃষ্টি হলে টঙ্গী সরকারি হাসপাতালে যাওয়ার কোনো উপায় থাকে না। হাসপাতালের ভেতরে-বাইরে পানি জমে যায়। এ অবস্থা গত ৮-৯ বছর ধরে দেখে আসছি অথচ এই নিয়ে যেন কারো মাথা ব্যথা নেই।’
টঙ্গীর কাকিল সাতাইশ এলাকার গার্মেন্ট শ্রমিক সরাফত ও ইসমাইল মিয়া বলেন, ‘কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজনকে বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়ে যাতায়াত করতে হয়। এছাড়া বাসাবাড়ি ও ড্রেনের পানি সড়কে ও বাসাবাড়িতে উঠায় সারা বছরই মানুষকে ভোগান্তি পোহাতে হয়।’
টঙ্গীর আউচপাড়া সুরতরঙ্গ রোডের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘আউচপাড়া হচ্ছে টঙ্গীর অভিজাত এলাকাগুলোর অন্যতম। টঙ্গী সরকারি কলেজ, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ ও আল হেলাল স্কুলসহ টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো আউচপাড়ায় অবস্থিত। ফলে জনবসতিও তুলনামূলকভাবে এই এলাকায় বেশি। কিন্তু বর্তমানে আউচপাড়ার রাস্তাঘাট সবচেয়ে অনুন্নত। তিনি আরো বলেন, ময়লা পরিষ্কারের দায়িত্ব মূলত সিটি কর্পেরেশনের থাকলেও এখানে একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানকে বাসাবাড়ির ময়লা নেয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। ঐ প্রতিষ্ঠান ফ্ল্যাটপ্রতি মাসিক ১৫০-১৮০ টাকা আদায় করলেও নিয়মিত তারা ময়লা নেয় না। আবার প্রতিবছরই তারা নানা অযুহাতে এই টাকার পরিমানও ইচ্ছামত বৃদ্ধি করছে। তাঁর মতে এই কারণেও অনেক পরিবার রাস্তায় ও ড্রেনে ময়লা ফেলে। ফলে অধিকাংশ সময়ে আবর্জনার দুর্গন্ধে এলাকায় বাস করা কঠিন হয়ে যায়। তার ওপর বর্ষায় পানিবদ্ধতা এলাকাবসীর শান্তি কেড়ে নিয়েছে।’
পূর্ব আরিচপুর মদিনাপাড়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তা ঘাট তলিয়ে বাসা বাড়ী পানিতে একাকার হয়ে যায়।