Daily Gazipur Online

সারা দেশে লক ডাউন ঘোষণার দাবি——-বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বৈশ্বিক সমস্যা মরণঘাতি করোনাভাইরাস নিয়ন্ত্রের বাইরে চলে যাচ্ছে। দিনে দিনে ধারণার বাইরে গিয়ে রাজধানী ছেড়ে সর্বত্র বিস্তৃত হয়ে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান জননেতা আল্লামা এম এ মান্নান ও মহাসচিব এম এ মতিন এক বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করেন।
নেতাদ্বয় আরো বলেন-একদিকে ঘরে অবস্থান, মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বললেও অপরদিকে অবাধ গার্মেন্টস কারখানা খুলে দেওয়া, প্রতি কেজি ১০ টাকায় চাল বিক্রি, আওয়ামীলীগ নেতাদের ত্রাণের নামে শো-ডাউনের মাধ্যমে করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ নয় বরং বিস্তৃত করা হচ্ছে। এছাড়াও সরকারি তথ্য গোপন, প্রশাসনিক সমন্বয়হীনতা, প্রশিক্ষিত চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের অভাব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভিন্ন বক্তব্য সাধারণ মানুষকে হতাশায় নিমজ্জিত করছে। এসব কারণে সরকারের অতি উৎসাহী কতিপয় সিদ্ধান্ত দেশ কবরস্থানে পরিণত হতে চলছে। এর দায়ভার সরকারকে নিতে হবে। নেতাদ্বয় অবিলম্বে দেশকে করোনাভাইরাসমুক্ত করতে সারা দেশকে লক ডাউন ঘোষণা করার জোর দাবী জানান।
পাশাপাশি সর্বদলীয় জাতীয় পরামর্শ কমিটি গঠনের গুরুত্বারোপ করে ইসলামী ফ্রন্ট নেতারা বলেন-ভাইরাস দল বা মত, ধর্ম, বর্ণ সকলের জন্য আতংক বটে। স্বাধীনতা পরবর্তী সময়ে এমন মারাত্মক রূপ কখনো কেউ দেখেনি বা কোন সরকারের অভিজ্ঞতাও নেই তাই এমন কঠিনতম সময়ে সামগ্রিকভাবে করোনাভাইরাস মোকাবিলা করার সর্বদলীয় জাতীয় পরামর্শ কমিটি করার জন্য সরকারের প্রতি আহবান জানান।