

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীস্হ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ আব্দুস সালাম মাষ্টারের পারসোনাল মোবাইল নাম্বারের ওয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে। আজ রোববার (১৩ জুলাই) সকাল ১০ টার দিকে হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সালাম মাষ্টারের স্ত্রী নিলুফা
ইয়াছমিন মনিরা।
সূত্রে জানা যায়, শেখ আব্দুস সালাম মাষ্টারের পারসোনাল নাম্বার ০১৭১১২৩৮৩১২ ওয়াটসঅ্যাপ থেকে হঠাৎ সকাল ১১টার দিকে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা চেয়ে মোবাইলে পার্সোনাল নম্বার দিয়ে মেসেজ দেন। বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হলে শেখ আব্দুস সালাম মাষ্টারের স্ত্রী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলুফা ইয়াছমিন মনিরা এ প্রতিবেদককে নাম্বার হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে কেউ যেন টাকা না দেয় সে ব্যাপারে সর্তক করে দেন।
