Daily Gazipur Online

সাহিত্য চর্চা মানুষকে পরিশুদ্ধ করে……..লায়ন মোঃ গনি মিয়া বাবুল

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট সাহিত্য সংগঠক লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সাহিত্য চর্চা মানুষকে পরিশুদ্ধ করে। মানুষের সুপ্ত গুণাবলি বিকশিত ও প্রসারিত করতে সাহিত্য চর্চা বাড়াতে হবে। মানবিক মূল্যবোধ উন্নয়নে ও সামাজিক অপরাধ প্রশমন করতে দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য। বাঙালির নিজস্ব সংস্কৃতি সর্বস্তরে বাস্তবায়নের মাধ্যমে আমরা বাসযোগ্য ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে পারি। পারস্পরিক কল্যাণবোধ, মমতাবোধ ও সৌহার্দ্যতা বৃদ্ধি করতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। তিনি আরো বলেন, কবি সাহিত্যিকগণ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে আসছেন।
বাংলাদেশ পোয়েট্স ক্লাব ও বাংলাদেশ লোক সাহিত্য গবেষণা পরিষদের যৌথ উদ্যোগে ২১ নভেম্বর শনিবার সকালে ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং প্রাঙ্গণে আয়োজিত দ্বাদশ জাতীয় সাহিত্য সম্মেলন ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পোয়েট্স ক্লাব এর চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসত্বার কবি মোহাম্মদ নুরুল হুদা। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট প্রকাশক আলমগীর শিকদার লোটন, কবি আসলাম সানী ও গীতিকবি ঢালী মোঃ দেলোয়ার। আলোচনা শেষে সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় লায়ন মোঃ গনি মিয়া বাবুলসহ কয়েকজনকে আনুষ্ঠানিকভাবে ‘মীর মোশাররফ হোসেন সম্মাননা স্মারক ২০২০’ প্রদান করা হয়।