সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতনে এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য দোয়া

0
158
728×90 Banner

মোঃ শাহজালালে দেওয়ান: টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের ২০২২ সালের এস এসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের সফলতা কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠান বুধবার শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম ভবনের প্রাঙ্গণে অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক বাবু রতন কুমার ঘোষের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আওয়ামী লীগের আহবায়ক সদস্য আলহাজ্ব আব্দুল বাসেদ খান। সদস্য সচিব আজহারুল ইসলাম ব্যাপারী, যুগ্ম আহবায়ক মকুল সরকার, আলহাজ্ব আফিল উদ্দিন। বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান মোঃ আব্বাস আলী, ভোকেশনাল ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক আবু বকর সিদ্দিক, সরুজ জামান মাস্টার, জাহাঙ্গীর আলম, চৌধুরী আশ্রাফ আলী, আশ্রাফ হোসেন, খালেদা আক্তার, সাবিহা সুলতানা, খাদিজা আক্তার তামান্না, এসএসসি পরীক্ষার্থী তৌহিদুর রহমান, সানজিদা আক্তার, আসাদুজ জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে ছাত্রছাত্রীদের সফলতা কামনা করে দোয়া মাহফিল ও ছাত্রছাত্রীদের হাতে প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেয়া হয়েছে। উল্লেখ্য আগামী ১৯ জুন ২০২২ সালের এসএসসি পরীক্ষায় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ থেকে জেনারেল শাখায় ৪শ এবং ভোকেশনাল শাখায় ৮৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here