
ডেইলি গাজীপুর প্রতিবেদক: সিরাজগঞ্জের আত্মসমার্পনকারী ৬৭ জন চরমপন্থীর মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলার শহীদ এম.মনসুর
আলী অডিটরিয়ামে সামাজিক নিরাপত্তা দুরত্ব মেনে জেলা পুলিশের আয়োজনে অনাড়ম্বর এক অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়।
পুলিশ সুপার মো.হাসিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। এছাড়া এতে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ
বিশ্বাস, তানভীর ইমাম এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, আব্দুল মমিন মন্ডল এমপি, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আবু ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।






