Daily Gazipur Online

সিরাজগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে নানা আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে আজ ১৫ আগষ্ট জাতীয় পতাকা অর্ধনমিত,জাতীর পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, শোক র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়। সকালে জেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জ কামারখন্দ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপির নেতৃত্বে শোক র‌্যালি জেলা আওয়ামীলীগের সভাপতি লতিফ বিশ্বাসের সভাপতিত্বে র‌্যালিটি সারা শহর প্রদক্ষিণ শেষে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এসে শেষ হয়। র‌্যালি শেষে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভা ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, , জেলা আওয়ামীলীগের সহসভাপতি গাঁজী মোস্তফা কামাল খান, গাঁজী বিমল কুমার দাস, সাবেক সাধারন সম্পাদক এ্যাড. কেএম হোসেন আলী হাসান, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদ, স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ শফিকুল ইসলাম, পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সিরাজগঞ্জ পাবনা আসনের সংরক্ষিত মহিলা এমপি সেলিনা বেগম স্বপ্না,গাঁঝী ইসহাক আলী,গাঁজী আনোয়ার হোসেন রতু, গাঁজী সোহরাব আলী, গাঁজী ফজলুল মতিন মুক্তা, গাঁজী ফজলুর রহমান খান ফজলু । এসময় মুক্তিযোদ্ধা সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।