
আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধি : করোনার প্রভাবে সরকারী নির্দেশনায় সামাজিক অনুষ্ঠান বন্ধ করে দেবার প্রতিবাদে সিরাজগঞ্জের বাবুর্চীদের বেকারত্ব নিরশনের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার(২১জুলাই) সকালে মুজিব সড়ক চৌরাস্তা মোড়ে সিরাজগঞ্জ সদর উপজেলা বাবুর্চী শ্রমিক ইউনিয়নের (প্রস্তাবিত) তিন শত বাবুর্চী নারী পুরুষ শ্রমিকেরা ক্ষুদার জালায় বৃষ্টিকে উপেক্ষা করে এ মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর এক স্বারক লিপি প্রদান করেছেন। মাবনবন্ধনে বাবুর্চী শ্রমিক নেতারা বলেন- গত ৪ মাস যাবত করোনার কারনে সামাজিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় তিন শত শ্রমিক ও তাদের সহযোগীসহ মোট হাজারো পরিবার বেকারত্বের অভিশাপে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। বক্তাগন আরো বলেন- সামাজিক ও শারারীক দুরত্ব বজায় রেখে সামাজিক অনুষ্ঠান চালু করলে বাবুর্চীদের জীবন জীবিকা একটু হলেও ক্ষুদার জ্বালা মেটাতে পারবেন। সীমিত আকারে সামাজিক অনুষ্ঠান চালু করে অসহায় বাবুর্চী পরিবারকে বাঁচাতে সরকারের প্রতি আহবান জানানো হয়। নইলে সিরাজগঞ্জের প্রায় এক হাজার বাবুর্চী শ্রমিকদের পথে বসতে হবে। এই পরিস্থিতিতে সীমিত আকারে সামাজিক দুরত্ব বজায় রেখে সামাজিক অনুষ্ঠান চালু অথবা প্রনোদনার হিসাবে খাদ্য ও অর্থ সহায়তার দাবীতে এই মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বাসদ জেলা আহবায়ক কমরেড নব কুমার কর্মকার। এসময় সিপিবি নেতা সুলতান মাহমুদ, বাসদ নেতা পলাশ কুমার ঘোষ, বাবুর্চী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রফিক বাবুর্চী ও সদস্য দুলাল বাবুর্চী প্রমুখ। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন।
