
আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিরাজগঞ্জ ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ।এছাড়াও সকল কাউন্সিলর, নিবেদিত কর্মী ভাইদের প্রতি শুভকামনা জানিয়ে বলেছেন যুব আলোয় আলোকিত হোক যুবসমাজ।
এর আগে সিরাজগঞ্জ এর বহুল প্রত্যাশীত যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ এম এ মনসুর অডিউটেরিয়ামে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৪ দলের সম্বনায়ক আলহাজ্ব মোহাম্মদ নাসিম। আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, ডাঃ হাবিবে মিল্লাত মুন্না (এমপি), আব্দুল মমিন মন্দল এমপি।সিরাজগঞ্জ জেলা ৯ টি উপজেলা থেকে যুবলীগের সদস্যরা ভোট প্রদান করেন।
সম্মেলনে সভাপতি হিসাবে প্রতিদন্দিতা করেন এমদাদুল হক এমদাদ ও রাশেদ ইউসুফ জুয়েল এবং সাধারণ সম্পাদক হিসাবে প্রতিদন্দিতা করেন সোহেল ও একরামুল হক।
রাশেদ ইউসুফ জুয়েল সিরাজগঞ্জ জেলা যুবলীগের এি-বার্ষিক নির্বচনে সভাপতি পদে ও একরামুল হক সাধারণ সম্পাদক পদে বিজয় লাভ করেন।
