সিরাজগঞ্জ সলংগায় বেকার যুবকদের মৎস্য খামারের ক্ষতি ৩০ লক্ষ টাকা

0
229
728×90 Banner

আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলংগা থানা যুবকদের মৎস্য খামারের মাছ মরে ভেসে উঠেছে।এলাকাবাসী তথ্য মতে সিরাজগঞ্জ সলংগা থানার সাহেবগঞ্জের ফুলজোর নদীতে শিক্ষিত কতিপয় যুবকেরা ব্যক্তিগত তহবিল বা ধার নিয়ে খাচায় মাছ চাষ শুরু করে। কিন্তু রবিবার সকালে মাছের খাবার দিতে আসে দেখে সব মাছ মারা গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ভুইয়াগাতি থেকে আসা দূষিত পানি ও ক্যামিকেল বর্জ্য পানির কারনে মাছ মরে গেছে।আনুমানিক প্রায় ২০-৩০ লাখ টাকার মাছ ক্ষতি হয়েছে এবং প্রায় ৩০০ খাচার ৭০% মাছ মরে গেছে।এদিকে বন্ধু বান্দব আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করা বিধায় যুবকদের মধ্যেই দেখা দিয়েছে আশংকা ও ভয়।৩০০ খাচার ৪ ভাগের ৩ ভাগ মাছ মরে যাওয়ায় তাদের জীবনে নেমে এসেছে হতাশা ও সংশয়।
অনেকে বলছে কেউ ষড়যন্ত্র করে এমন ঘটনা করিয়েছে।এলাকাবাসীর ও যুবকরা তদন্তের সাপেক্ষে সরকারের কাছে সঠিক বিচারের দাবি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here