Daily Gazipur Online

সিলেট এমসি কলেজের গণধর্ষণের ঘটনায় টঙ্গী থানা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

মো: শাহজালালাল দেওয়ান : সিলেট এমসি কলেজের গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কে জড়িয়ে ছাত্রশিবিরের মিথ্যা অপবাদ ও গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর টঙ্গী থানা ছাত্রলীগ। টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবুর আহবানে শুক্রবার বিকেলে টঙ্গী থানা ছাত্রলীগের অন্তরগত সকল ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের টঙ্গীর কেন্দ্রীয় শহীদ মিনার একত্রিত হয় বৈরী আবহাওয়ার মুষলধারায় বৃষ্টিতে ভিজে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী নতুন বাজার আওয়ামী লীগের কার্যালয়ে এসে সমবেত হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির বাপ্পি, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর, সাংগঠনিক সম্পাদক মিরাজ, টঙ্গী থানা ছাত্রলীগ নেতা আসাদ সিকদার, আক্তার হোসেন, শাহজাদা সেলিম লিটন ও রোমান দেওয়ান প্রমুখ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু বলেন গতকাল বৃহস্পতিবার গাজীপুরের ছাত্রশিবির একটি মিছিল করেছে তারা বলেছেন সিলেটের এমসি কলেজে যে গণধর্ষণ হয়েছে সেখানে নাকি ছাত্রলীগ করেছে, অথচ বিগত ১২ বছর গত হল সিলেট এমসি কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নাই। সেখানে ছাত্রলীগ কোনো রকম সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে না তার ওপরে সেখানে বর্তমানে করোনাভাইরাস এর কারণে ক্যাম্পাস বন্ধ রয়েছে। যেহেতু কম্পাস বন্ধ রয়েছে সেহেতু সিলেট এমসি কলেজে কে বা কারা ধর্ষণ করেছে সেই অপবাদ ছাত্রলীগের উপর চাপিয়ে দিয়ে সারা বাংলাদেশের ছাত্রলীগের কলঙ্কিত করেছেন। তিনি আরো বলেন ছাত্রলীগ ১৯৪৮সালের ৪ঠা জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফন্ড নির্বাচন,১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে মানুষের পাশে যেসব সংগঠন দাড়িয়েছে তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ ছাত্রলীগ। তিনি আরো বলেন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, এসব দুই একটা বিচ্ছিন্ন ঘটনার কারনে গোটা ছাত্রলীগকে উদ্দেশ্য করে গাজীপুর মহানগর ছাত্র শিবির যে বক্তব্য দিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বলেন গাজীপুরে বৃহস্পতিবার যেসব ছাত্র শিবির মিছিল করেছে তাদের তালিকা সংগ্রহ করে ইতিমধ্যে প্রশাসনের হাতে দিয়েছি যদি ৭২ ঘণ্টার মধ্যে প্রশাসন এর বিচার না করে তাহলে ছাত্রলীগ নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে।
উল্লেখ্য গত শুক্রবার রাতে সিলেট নগরীর টিলাগড় এলাকায় এমসি কলেজ ছাত্রাবাসের ৭ নম্বর বøকের একটি কক্ষের সামনে স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া এক তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে।