মোঃ রাজীব হোসেন, পূবাইল, গাজীপুর :গাজীপুর মেট্রো পলিটন পূবাইল থানা এলাকায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ করার লক্ষ্যে পূবাইল থানা প্রাঙ্গনে আজ বুধবার বিকেলে সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম। সভাপতিত্ত¡ করেন গাজীপুর মেট্রোপলিটন এর অপরাধ দক্ষিণ এর উপ পুলিশ কমিশনার ইলতুৎ মিস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, পিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লাহ খান, বিপিএম-সেবা। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ড কাউন্সিলর ও পূবাইল থানা সিসি ক্যামেরা স্থাপন কমিটির আহবায়ক আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ। লতা হারবাল বিডি লিমিটেড এর চেয়ারম্যান, আউয়ুব আলী ফাহিম। আলোচনা শেষে থানা প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়।