সুদ মুক্ত ও অরাজনৈতিক সংগঠন গাজীপুর মহানগর ব‍্যবসায়িক সমবায় সমিতি লিঃ

0
185
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) :মানুষের সেবায়; ক্ষুদ্র ব্যবসায়ী পরিচালনা ও সুন্দর সঠিক প্রচেষ্টা অব্যাহত রাখতে গাজীপুর ৩৩ নং ওয়ার্ডের সকল শ্রেণীর সাধারণ মানুষের পাশাপাশি দাড়িয়ে এবং বিনা সুদে ক্ষুদ্র ব‍্যবসা চালানোর জন্য সাহায্য করতে নতুন রূপে রূপান্তরিত হয়েছে গাজীপুর মহানগর ব‍্যবসায়ী সমবায় সমিতি লিঃ।
এই সমিতির পথচলা শুরু প্রায় ১০০ জন সদস্য নিয়ে নবগঠিত সমিতির সূচনা ১৫/১২/২০১৯ সালে উদ্ধোধন করা হয়।এই সমিতির সভাপতি হলেন খাইলকৈর নিবাসী গাছা থানার ঈশ্বরদী গ্ৰামের স্থানীয় বাসিন্দা জনাব মোঃ আফজাল হোসেন।সমিতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমিতির সদস্যরা মাসিক ৫০০ টাকা কিস্তি দিয়ে ধীরে ধীরে বড় অংকের টাকার যোগান দিয়ে সুন্দর পরিকল্পনা করছে এবং এক সময় সেই টাকার বিনিময়ে কোনো জমিজমা কিনে সেখানে কোনো বাড়ি কিংবা প্রতিষ্ঠান যৌথভাবে একত্রিত হয়ে গড়ে তুলে একসাথে মিলেমিশে থাকা।সকল সদস্যরা একত্রিত থেকে এই পরিকল্পনা করছে।ঠিক ছোট ছোট বালুকনা মিলে বড় ধরণের বাড়ি তৈরি হয় ঠিক এভাবেই এই সমিতির চাওয়া পাওয়া রয়েছে সমিতির সভাপতি সহ সকল সদস্যের।স্বপ্ন দেখতে কার না ইচ্ছে হয়?স্বপ্ন আছে বলেই আমরা এই পৃথিবীর বুকে বেঁচে আছি;স্বপ্ন আছে বলেই আমরা ভালো ভাবে বাঁচার প্রেরণা পেয়ে থাকি।
সবচেয়ে বড় কথা হলো জীবনের প্রতিটি মূহুর্তে অনেক ধরণের বাধা বিগ্ন এসে সামনে দাঁড়িয়ে থাকে আর সেই বাধা পেড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার নাম হলো জীবন।এই সমিতির মধ্যে কোনো ধরণের রাজনৈতিক লোড লালসার চিন্তা ভাবনা নেই কোনো সদস্যের।সকলের সহযোগিতা কামনা করে সুন্দর ভাবে কাজ করে যাওয়া এবং এক সময় অবশ্যই সমিতিকে তার লক্ষ্যে পৌঁছে নেওয়া সম্ভব হবে। গাজীপুর ব‍্যবসায়িক মহানগর সমবায় সমিতির এটাই হলো মূল উদ্দেশ্য।
২০২০ সালের মার্চ মাস থেকে বাংলাদেশে করোনা মহামারী দেখা দিয়েছে এই কঠিন সময়ে এই নব প্রতিষ্ঠিত সমিতির কার্যক্রম থেমে নেই বরং ভয়কে জয় করে গরীব অসহায় মানুষের মুখে কিছুটা খাবার পৌঁছে দিতে প্রায় ১৫০ টি পরিবারের ঘরে ঘরে খাবার পৌঁছনোর একটি মহৎ উদ্যোগ নিয়েছে এবং সফল হয়েছেন গাজীপুর মহানগর ব‍্যবসায়িক সমবায় সমিতির সন্মানিত ও জনদরদী সভাপতি জনাব আফজাল হোসেন,সমিতির সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ সহকারে অন‍্যন‍্য সকল সদস্যরা।
গাজীপুর মহানগর ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্দোগে সকল সদস্যদের সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে গরিব অসহায় খেটে খাওয়া দিনমজুর ও হত দরিদ্রদের প্রায় ১৫০ টি পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছেন । মানুষ মানুষের জন্য; জীবন জীবনের টানে এই সত্য কথা গুলো আমরা সহজে বুঝতে পারছি এই নব গঠিত সমিতির কার্যক্রম দেখে।এই সমিতির মধ্যে যেনো কখনও কোনো ধরণের লোভ লালসার শিকার না হন কোনো সদস্য, সবসময় সততার সঙ্গে থেকে এই সমিতি পরিচালনা করতে বিশেষ ভাবে অনুরোধ করছি সমিতির সন্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও অন‍্যন‍্য সকল সদস্য মহোদয়গনকে।আমরা সফলতার সঙ্গে এই করোনা ভাইরাসের মোকাবেলা করবো যতটা সম্ভব ঘরে থেকে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে চেষ্টা করবো।পরিবারের সদস্যদের সঙ্গে সবসময় হাসিখুশি থেকে করোনার বিরুদ্ধে যুদ্ধ করে যাবো ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা অবশ্যই এই মহামারী থেকে সকলকে হেফাজত করবেন।অবশেষে নবগঠিত গাজীপুর মহানগর ব‍্যবসায়িক সমবায় সমিতির সাফল্য ও সফলতা কামনা করছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here