সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল

0
69
728×90 Banner

গাজীপুর প্রতিবেদক: আগামী সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের পূর্ব নির্ধারিত অবকাশকালীন ছুটি বাতিল ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (২৮ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় উভয় বিভাগের বিচারপতিরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২১ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের পূর্বনির্ধারিত অবকাশকালীন ছুটি ভোগ না করে বিচারকার্য পরিচালনা করবেন মর্মে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন।এমতাবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২১ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জির সেপ্টেম্বর মাসের পূর্বনির্ধারিত অবকাশকালীন ছুটি বাতিল করা হলো বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here