সুবিধা বঞ্চিতদের মাঝে র‌্যাবের ঈদ উপহার ইফতার মাহফিল ও নৈশ ভোজের আয়োজন

0
223
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: সুবিধা বঞ্চিতদের মাঝে র‌্যাবের ঈদ উপহার বিতরণ, ইফতার মাহফিল ও নৈশ ভোজের আয়োজন করে।
৩ জুন ২০১৯ সন্ধ্যায় র‌্যাব-৪ এর দায়িত্বাধীন এলাকার সুবিধা বঞ্চিত, দুঃস্থ ও খেটে খাওয়া সাধারণ মানুষদের উদ্দেশ্যে ইফতার মাহফিরের আয়োজন করে এবং তাদের মধ্যে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে দুঃস্থ ও গরীব মানুষের মধ্যে ৩০০ ইউনিট বিভিন্ন প্রকার ঈদ সামগ্রী যেমন-শাড়ি, লুঙ্গি, শিশুদের শার্ট-প্যান্টসহ দুধ, চিনি ও সেমাই ইত্যাদি বিতরণ করা হয়। এরপর উক্ত সুবিধা বঞ্চিত ও খেটে খাওয়া সাধারণ মানুষ ও আমন্ত্রিত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা বৃন্দ একই সাথে ইফতার ও নৈশ ভোজে অংশগ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব ফোর্সেস মহাপরিচালক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), অতিরিক্ত আইজিপি, র‌্যাব ফোর্সেস হেডকোয়ার্টাস এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌধুরী মঞ্জুরুল কবির, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক, র‌্যাব-৪, মিরপুর, ঢাকা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে র‌্যাব ফোর্সেস হেডকোয়ার্টাস এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here