Daily Gazipur Online

সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

ডেইলি গাজীপুর বিনোদন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার এয়ার এম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেডিকেলের সব কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর জন্য এবং সেখানকার বিশেষজ্ঞদের মতামত নেওয়ার জন্য ডা. সামন্ত লাল সেনকে নির্দেশনা দেন। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন। দীর্ঘ ৪০ বছরের সংগীতজীবনে আড়াই হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ প্রকাশিত হয়। তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সংগীতে অবদানের জন্য এ বছর একুশে পদক পান তিনি।